চরফ্যাশন
মুজিববর্ষে চরফ্যাশন ভূমি অফিসে নতুনত্বের ছোঁয়া
চরফ্যাশন প্রতিনিধি ॥ মুজিব বর্ষ উপলক্ষে চরফ্যাশনের জনবান্ধব অফিসার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের একান্ত উদ্যোগে নামজারি ও জমা খারিজের ডিজিটাল খতিয়ান বিতরণ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় ভূমি অফিস কার্যালয়ে সহকারী ভূমি কর্মকর্তা রিপন বিশ্বাস সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় শেষে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এই সময় তিনি বলেন, ইতিপূর্বে নাম জারি জমাখারিজে যে খতিয়ান দেয়া হত। তা নকল করার সুযোগ ছিল।সেটা স্বাভাবিক চোখে দেখলে আসল নকল যাচাই-বাছাই করতে অসুবিধা হতো।এখন ভিতরে ঝলছাপা দিয়ে মুজিব বর্ষের লোগো ও চরফ্যাশন ভূমি অফিস লেখে খতিয়ান প্রস্তুত করা হয়েছে। এই খতিয়ান আমরা প্রাথমিক ভাবে ১০হাজার প্রস্তুত করেছি।প্রতিমাসে ৫শ নাম জারির জমা খতিয়ান প্রস্তত করে দিতে পারব। এখন আর খতিয়ান নকল ও জালিয়াতির কোন সুযোগ থাকবেনা।
তাছাড়া ইতিমধ্যে চরফ্যাশন ভূমি অফিসে ফ্রন্ট ডেস্ক নির্মাণ করা হয়েছে । যেখানে মানুষ ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য পাচ্ছেন। জমির খাজনা দাখিলাও অনলাইনে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।কয়েকটি মৌজা অনলাইনে দেয়া হয়েছে। খুব শীঘ্রই আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো। মুজিব বর্ষ উপলক্ষে তার এসব যুগান্তকারী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন গণমাধ্যম কর্মী এবং জনসাধারণ