জাতীয়
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
রিপোর্ট দেশ জনপদ॥ কক্সবাজারের উখিয়ার বালুখালি ক্যাম্প ৮-ই, ডব্লিউর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।
সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গার অনেক ঘরবাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে উখিয়া-রামু-টেকনাফ ও কক্সবাজার দমকল বাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।
তবে, নিউজ লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আশপাশের রোহিঙ্গারা মালামালসহ নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন স্থানীয়রাও।