চরফ্যাশন
চরফ্যাশনে পুষ্টি মেলা অনুষ্ঠিত
চরফ্যাশন প্রতিনিধি।। উপকূলীয় অঞ্চল জেলা ভোলার চরফ্যাসনে কিশোর-কিশোরীদের উদ্যোগে কমিউনিটি ভিত্তিক পুষ্টি বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ (রবিবার) চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়ন ১ নং ওয়ার্ডের জামাল রাড়ী বাড়িতে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট নামের একটি শিশু স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে ইউনিসেফের পুষ্টি বিষয়ক কনসালটেন্ট নাহিদা ইসলাম আঁখি ভার্চুয়ালি যুক্ত হয়ে পুষ্টি বিষয়ক আলোচনা করেন। এছাড়াও স্বল্পদামী পুষ্টিকর খাবারের নমুনা, খাদ্যের পুষ্টিগুন, স্বাস্থ্যসুরক্ষা ও পারিবারিক পুষ্টিবাগান নিয়ে অভিভাবক, কিশোর কিশোরীদের সাথে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুষ্টি বিষয়ক গান পরিবেশন, বালিশ খেলা, পুষ্টি বিষয়ক কুইজ ও কিশোরদের মোরগের লড়াই প্রতিযোগিতা আয়োজন করে পুরস্কার প্রদান করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলসিএফসি-বাংলাদেশ এর উপদেষ্টা ও চরফ্যাশন পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, স্থানীয় মহিলা মেম্বার হাজেরা বেগম, সাংবাদিক ইলিয়াস আহমেদ, জিহাদুল ইসলাম, এলসিএফসি চরফ্যাসন টিমের সদস্য হাবিব, রাকিব, রিপা, লিমা, নাইম, কিশোর-কিশোরী ও অভিভাবকবৃন্দ।