পিরোজপুর
পিরোজপুরে জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুকুমার মন্ডল (৬৪) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলায় দৈহারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে।
নিহতের মেয়ে সুমনা মন্ডল জানান, তার বাবা ওই এলাকায় জমি কিনে তার মাকে নিয়ে বসবাস করত। চাকরি ও লেখোপড়া করার কারণে তারা দুই বোন এলাকায় থাকত না। জমি ক্রয়ের পর থেকেই প্রতিবেশী মনোরঞ্জন হালদার তাদের বিরোধিতা করে আসছিল। ওইদিন দুপুরে জমি সংক্রান্ত ব্যাপারে কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মনোরঞ্জন হালদার ও তার ছেলে মনোতোষ হালদার তার বাবা সুকুমারকে কোদাল দিয়ে আঘাত করে। এতে গুরতর আহত সুকুমার মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত সুকুমারকে উদ্ধার করে পার্শ্ববর্তী নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার পিরোজপুর মর্গে পাঠিয়েছে।