বরগুনা
বেতাগীতে সাংবাদিক মুজ্জাকির হত্যার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার বেতাগীতে দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে বেতাগী প্রেসক্লাব ও বার্তা বাজারের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) ১২ টায় বঙ্গবন্ধু স্কয়ারের পাদদেশে এ মানববন্ধনে অংশ গ্রহণ করে বক্তৃতা করেন প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু,
সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সদস্য সচিব লায়ন মো: শামীম সিকদার, সাংবাদিক আকন্দ শফিকুল ইসলাম,
আবুল বাসার খান, এমডি রিয়াজ হোসেন, মো: সুজন। এ সময়ে বক্তরা অবিলম্বে মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার করে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত দৃষ্টান্তমুলক বিচারের দাবি করেন।