ঝালকাঠি
জিয়াউর রহমানের বীর উত্তম বাতিল প্রস্তাবের প্রতিবাদে নলছিটি উপজেলা ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের জন্য অর্জিত বীর উত্তম খেতার বাতিলের প্রস্তাবের বিরুদ্ধে মশাল মিছিল করেছে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলা ছাত্রদল।উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি এবং সদস্য সচিব সুজন খানের নেতৃত্বে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি নলছিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং মিছিলে অংশগ্রহনকারী নেতাকর্মীদের মধ্যে ছিল নানাধরনের প্রতিবাদী স্লোগান।
উক্ত মিছিলে আরো উপস্থিত ছিল পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রনি, সদস্য সচিব সাব্বির আহমেদ, জেড এ ভূট্ট ডিগ্রী কলেজের আহবায়ক নাহিদ শিকদার, সদস্য সচিব, নাছরুল হাওলদার হৃদয়,নলছিটি উপজেলা ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা।