বরিশাল
বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওবায়দুল কবির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২ টার সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোলদার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওবায়দুল কবির মোটরসাইকেলযোগে বরিশালের আগৈলঝাড়া থেকে তার বাড়ি আমতলী যাবার পথে বাকেরগঞ্জ উপজেলার গোলদার বাড়ি নামক স্থান অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা অপর একটি একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হলে
স্থানীয়রা তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওবায়দুল কবির আমতলী থানার বেতমোর গ্রামের আজিজ তালুকদারের পুত্র। তিনি আগৈলঝাড়া থানায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।’