ঝালকাঠি
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাধায় মিছিল পণ্ড
নিজস্ব প্রতিবেদক॥ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার সকাল ১০টায় শহরের আমতলা সড়কে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. সৈয়দ হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম নুপুর ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
পরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।