ভোলা
ভোলার লোকালয় থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার
নিজস্ব প্রতিবেদ॥ ভোলায় লোকালয় থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। শকুনটি হিমালয়া প্রজাতির বলে নিশ্চিত করেছে বনবিভাগ।
বর্তমানে উদ্ধার হওয়া শকুনটির বনবিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। নারী প্রজাতির প্রাপ্তবয়স্ক এ শকুনটি ১০ থেকে ১২ কেজি ওজনের হবে বলে জানা গেছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা তফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে শকুনটির চিকিৎসা চলছে। সুস্থ হলে আগামী ২ দিনের মধ্যে এটিকে অবমুক্ত করা হবে।
স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা সদরের ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মজিদ মেম্বার বাড়ির পুকুর পাড়ে শকুনটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে শকুনটি উদ্ধার করে বনবিভাগে কাছে তুলে দেয়।
এ সময় শকুনটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা। দ্রুতগামী এ শকুন পাখিটি সম্ভবত দলছুট হয়ে বা পথ হারিয়ে লোকালে চলে এসেছে বলে স্থানীয়রা বলছেন।
তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন শকুন পাখিটি অসুস্থ থাকায় লোকালয়ে চলে এসেছে।