গৌরনদী
বরিশালে সাবেক সংসদ সদস্যর বাড়িতে হামলা
এস এন পলাশ।। বরিশালে সাবেক এক সংসদ সদস্যর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, হামলায় ১০/১২ জন লোক আহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা চলাকালে সংসদ সদস্যর বাড়িতে হামলা চালিয়েছেন সরকার দলীয় লোকজন এমনটাই জানিয়েছেন গৌরনদীর সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন।
হামলার পরপরই সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, তিনি বলেন আমি আমার গৌরনদী উপজেলার নেতাকর্মীদের সাথে আমার বরিশাল ভাটিখানার বাড়িতে মতবিনিময় সভা করছিলাম, ঠিক তখনই কিছু লোকজন এসে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায় তাতে আমিসহ ১০/১২ জন আহত হয়েছি।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানা পুলিশ, হামলার বিষয় কাউনিয়া থানার ওসি তদন্ত মোঃ সগির বলেন, আমরা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি তবে হামলাকারী কাউকে ঘটনস্থলে পাইনি। হামলার ঘটনায় থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিবো।