বরগুনা
বামনায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বামনা (বরগুনা) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্মরণকালের বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনা জেলার বামনা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা পরিষদ এর সামনে থেকে আওয়ামী থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে উপজেলার ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়র গোলদার ও সাধারণ সম্পাদক আল-আমিন জনির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা কর্মীদের অংশগ্রহণে মিছিলে মিছিলে মুখরিত ও বর্ণিল সজ্জায় সজ্জিত র্যালীটি বামনা প্রদক্ষিন করে সরকারী সারওয়ারজান পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সামনে শেষ হয়। সেখানে হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ও বামনা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, সাংগঠনিক সম্পদক ও বামনা সদর ইউপি এর জনপ্রিয় চেয়ারম্যান এ্যাড. কামরুজ্জামান সগির, জেলা পরিষদের সদস্য এ্যাড. জাহাঙ্গীর মোল্লা, প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির দুলাল ও সাধারণ সম্পাদক নাসির মোল্লা, সাংবাদিক মনোতোষ, যুবলীগের সভাপতি সরোয়ার ও সিনি. সহ-সভাপতি মোঃ ওমর ফারুক সাবু সহ অন্যান্য অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।