বরিশাল
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল বিএম কলেজ ছাত্রদলের র্যালি
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রবিবার দুপুরে বরিশাল নগরীর বিএম কলেজ এলাকায় আনন্দ র্যালি বের করেন।
আনন্দ র্যালিটি বিএম কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান কয়েকটি সড়কে ঘুরে বিএম কলেজ এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএম কলেজ ছাত্রদলের ইলিয়াস তালুকদার, বাবর খালেদ, জহির রায়হান, নুরুল্লা মোমেন, শফিকুল ইসলাম জুমার, সোলায়মান হোসেন, নাহিদ সরোয়ার, শুভ, আশিক, তাইয়েব, সাখাওয়াত, রাসেল প্রমুখ।