পিরোজপুর
মঠবাড়িয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মঠবাড়িয়ায় ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১টায় একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সহকারি কমিশনার ভূমি আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসমলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির আহম্মেদ প্রমুখ।
সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত হানা দেশের স্বাধীনতা ও পতাকার ওপর আঘাত হানা বলে মন্তব্য করেন।এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকান্ড ঘটানোর সাহস না দেখাতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।