পিরোজপুর
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে পিরোজপুর জেলা যুবলীগ।
আজ রবিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অবস্থান করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এ সময় বক্তারা বলেন, রাতের আধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের সাথে যারাই জড়িত থাকুক না কেনো তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।