রাজনীতি
নামাজ নিজেকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে : পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, কর্মের মাধ্যমে ধর্ম পালন করতে হবে। নিয়মিত নামাজ আদায় নিজেকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই সকলকে নামাজ পড়ার তাগিদ এবং কর্মও কিন্তু ইবাদত। গতকাল সোমবার ২০ জানুয়ারী বিএমপি সদরদপ্তর বরিশালে তৃতীয় তলায় নামাজের স্থান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড দক্ষিণ) বিএমপি মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ খাইরুল আলম, নবাগত উপ-পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন মজুমদার বিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ফোর্স) মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার ( প্রসিকিউশন এন্ড ক্রাইম) মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফায়জুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।