আগৈলঝাড়া
পার্বত্য শান্তিচুক্তি দিবসে আগৈলঝাড়া আওয়ামী লীগের র্যালি
নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগাম অঞ্চলে শান্তি সু-বাতাস ছড়ানোর ২৩তম বর্ষপালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্যতুলে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ শিকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি লিটন আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ পাইক প্রমুখ।