গৌরনদী
গৌরনদীতে শিশুর যৌনাঙ্গে ‘খুন্তির ছ্যাঁকা’, মামি গ্রেফতার
গৌরনদী প্রতিবেদক।। বরিশালের গৌরনদী উপজেলার বাদামতলী গ্রামে এক শিশুর যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ বছর ৯ মাস বয়সী ওই শিশুর মামি শাহনাজ পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন নিউজবাংলাকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে বাদামতলী গ্রামের নিজ বাড়ি থেকে শাহনাজকে গ্রেফতার করা হয়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ওই শিশুর বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ থাকায় তারা একসঙ্গে থাকেন না। শিশুটির মা বাবার বাড়িতে থাকেন। শিশুটি আলাদা বাসা নিয়ে থাকা মামাদের সঙ্গে থাকে। গত ২১ নভেম্বর বিকেলে সে প্রতিবেশীর বাড়িতে খেলতে গেলে রেগে গিয়ে তাকে ছ্যাঁকা দেন মামি।
শাহনাজকে আটকের পর বুধবার রাতেই শিশুটির বাবা গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সে মামলায় গ্রেফতার দেখানো হয় শিশুটির মামিকে।