চরফ্যাশন
চরফ্যাশনে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহকারি খাদিজা নাসরিনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। খাদিজা নাসরিন চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডের হাদিস মিস্ত্রীর বড় ছেলে মো. ফারুক হোসেনের বড় মেয়ে।
রবিবার রাতে পুলিশ খবর পেয়ে ৯নং ওয়ার্ডে কালিয়াকান্দি গ্রামে খাদিজা নাসরিনের শশুর বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় চরফ্যাশন থানা পুলিশ উদ্ধার করেছে। খাদিজার দুইদিনের একটি নবজাতক শিশু রয়েছে।
চরফ্যাশন থানায় সোমবার এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন বলেন, খাদিজা নাসরিনের ঝুলন্ত লাশ অবস্থায় উদ্ধার শেষ লাশের সুরতহাল করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা রিপোর্ট আসার পরে জানা যাবে। আপমৃত্যু মামলায় কাউকে আসামি করা হয়নি।