বরিশাল
বরিশাল অঞ্চলের ৩১৪ শিক্ষক পাচ্ছেন উচ্চতর গ্রেড
নিজস্ব প্রতিবেদক ॥ স্কুল কলেজের ৪ হাজার ৬৫৩ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে স্কুলের ৪ হাজার ৬২২ এবং কলেজের ৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করে অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। জানা গেছে, এই তালিকা অনুসারে বরিশালের স্কুল-কলেজের ৩১৪ শিক্ষক আছেন। সভা সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের ৪ হাজার ৬৫৩ শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ৪ হাজার ৬২২ এবং কলেজের ৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। স্কুলের ৪ হাজার ৬২২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩০৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪৭২ জন, কুমিল্লা অঞ্চলের ১৬২ জন, রাজধানী ঢাকা অঞ্চলের ৫৫৪ জন, খুলনা অঞ্চলের ৭৫৮ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৪২ জন, রাজশাহী অঞ্চলের ৬৭৩ জন, রংপুর অঞ্চলের ৯৮০ জন এবং সিলেট অঞ্চলের ২৭১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৩১ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪ জন, কুমিল্লা অঞ্চলের ৩জন, ঢাকা অঞ্চলের ৬ জন, খুলনা অঞ্চলের ১০ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩ জন শিক্ষক-কর্মচারী আছেন।