জাতীয়
বিষপানে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক ॥ পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ীতে বাবুল হোসেন (২৪) নামের এক পুলিশ কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি জেলা প্রশাসকের ডাক বাংলোর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটলেও দুপুরে বিষয়টি জানাজানি হয়। বাবুল হোসেন ফরিদপুর বোয়ালমারির মকিমপুর ভীনপুরের আকুল কাসেম শেখের ছেলে। তার দুই স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে পুলিশ কনস্টেবল বাবুল হোসেনকে হাসপাতালে আনা হয়। পড়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে বিষপান করা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নিহতের প্রথম স্ত্রী তানজিলা জানান, তাদের চার বছর আগে বিয়ে হয় এবং তাদের ছোট একটি মেয়ে আছে। পাংশায় সাথী নামের একটি নারীর সঙ্গে তার স্বামীর সর্ম্পক হওয়ার পর থেকে প্রায় ৫-৬ মাস তাদের সম্পর্কের অবনতি হয়েছে। এরমধ্যে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। দেড় মাস আগে তার স্বামী ওই নারীকে (দ্বিতীয়) বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। হঠাৎ রাতে ফোন পান, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।