বরিশাল
বরিশালে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মাছ চুরি অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিক খানসহ তার সহযোগীদের বিরুদ্ধে পুকুরের মাছ লুটে নেয়া এবং চাঁদার দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কউন্সিলর শরীফ মোঃ আনিছুর রহমান বাদী হয়ে গতকাল সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং এমপি ৩০৬/২০২০। আদালত মামলাটি গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এই মামলার অন্য আসামিরা হচ্ছেন-শাওন হাওলাদার, সাগর হাওলাদার, রুবেল খান, হাসান হাওলাদার, মিজান ফরাজী, আউয়াল খান, শাহান শিকদার, নজরুল হাওলাদার, মন্টু দাস, হাসান হাওলাদার, রানা, জামাল, পারভেজ এবং জাফর। এছাড়া অজ্ঞাতনামা ৫/৭জন আসামী রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, বাদী বরিশাল আইনজীবী সহকারী সমিতির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফসিল সম্পত্তি ডিক্রিমূলে ও বিএস রেকর্ডমূলে মালিক এবং ভোগ দখল করে আসছেন। তফসিল সম্পত্তি লালা দীঘিতে রুই কাতলা মৃগেল, কালী বাউস, তেলাপিয়া ও কার্প জাতীয় বিভিন্ন প্রকার মাছ চাষ করছেন। দিঘির মাছ বড় হওয়ায় আসামীদের লোলুপ দৃষ্টি পড়ে। দীঘিতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতীর মাছ রয়েছে। আসামীরা এলাকায় প্রকাশ্যে ও অপ্রকাশ্যভাবে প্রচার করে আসছিল যে দিঘির মাছ জোরপূর্বক লুটে নিবে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন বাদী।
এরপর আসামীরা ক্ষিপ্ত হয়ে আক্রোশপোষণ করে গত ৭ নভেম্বর নামধারী আসামীরা এবং অজ্ঞাত বেশ কয়েক জন সন্ত্রাস প্রকৃতির লোকসহ দেশীয় অস্ত্রসস্ত্রসহ মাছ ধরার জাল নিয়ে দিঘীতে অনাধিকার প্রবেশ করে। এসময় আনুমানিক ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতীর মাছ ধরে। বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাছ ধরতে বাধা প্রদান করেন। আসামীরা তাদের হাতে থাকা লোহার রড দিয়ে বাদীর সাথে আসা স্বাক্ষীদের পিটিয়ে জখম করে। এবং তফসিলভুক্ত লালা দিঘিতে আসতে নিষেধ করে। আসামীরা প্রকাশ করে দীঘিতে মাছ চাষ করতে হলে তাদেরকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। আসামীরা বাদী ও স্বাক্ষীগণকে প্রাণনাশের হুমকি দিয়ে মাছ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাদী বিষয়টি গণ্যমান ব্যক্তিবর্গকে জানিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে। মিমাংসার চেষ্টায় ব্যর্থ হওয়ায় মামলা করতে বিলম্ব ঘটে। এলাকায় নানা অপকর্মের হোতা শাফিন মাহমুদ তারিকসহ তার সাঙ্গপাঙ্গদের লাগাম টেনে ধরতে পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদী শরীফ মোঃ আনিছুর রহমান।