গৌরনদী
গৌরনদীতে পিতার বিরুদ্ধে কণ্যার জিডি॥
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার আলোচিত সেই নববধূ এবার পঙ্গু স্বামীকে রক্ষায় নিজ জন্মদাতা পিতার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রবিবার রাতে গৌরনদী মডেল থানায় তিনি (নববধূ) ডায়েরটি দায়ের করেন। ডায়েরিতে ওই নববধূ উল্লেখ করেন, গত দুই বছর যাবত প্রেমের সম্পর্কের পর উপজেলার পশ্চিম বার্থী গ্রামের বিজয় রায়ের পুত্র লিটন রায় (এক পা বিহীন) কে গত ২২ অক্টোবর কালীমন্দির বসে ও নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করেন ওই নববধূ। পরবর্তীতে বিয়ের বিষয়টি গোপন রেখে তার (নববধূ) স্বামী পঙ্গু লিটন রায়কে হয়রানির উদ্দেশে নববধূর পিতা অসিম সোম থানায় একটি মিথ্যে ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে ডায়েরির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’