বরিশাল
আবুল হাসানাত আবদুল্লাহর রোগমুক্তি কামনায় অটো সংগঠনের দোয়া মোনাজাত
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ’র রোগমুক্তির কামনায় বরিশাল জেলা ও মহানগর (ইজিবাইক) হলুদ অটো শ্রমিক সংগঠন, (রেজিঃ ১৬৭৩) এর উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল আছর বাদ নগরীর রুপাতলীর নিজস্ব কার্যালয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে ঢাকার বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। ওই রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে চিকিৎসকরা জানান তিনি স্ট্রোক করেছেন। বর্তমানে তার হার্টে দুটি রিং বসানো হয়েছে। তার আশুরোগ মুক্তি কামনায় উক্ত দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন- সংগঠনের সহসভাপতি মোঃ আফজাল মজুমদার, সাধারণ সম্পাদক লতিফ সিকদার লেদু, যুগ্ম সাঃ সম্পাদক আঃ রব মিয়া, কোষাধ্যক্ষ জামাল গাজী, প্রচার সম্পাদক আলমগীর হাং, লাইন সম্পাদক লাল মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাস, দপ্তর সম্পাদক লিটন সিকদার, সদস্য লাভু সেখসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। দোয়া-মোনাজাতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র দ্রুত রোগমুক্তি কামনা করেন নেতৃবৃন্দ।