গৌরনদী
গৌরনদীতে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব হাওলাদার জানান, দুপুরের দিকে দেওপাড়া গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আঙ্গুলের ছাপ রাখাসহ বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে।