বরিশাল
নগরীতে নিজ হেফাজতে ১০৫ পিস ইয়াবা রাখায় ১০ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক ॥ নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় নগরীর ভাড়াটিয়া মাদক কারবারী রাজু আহম্মেদকে ১০ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ২৮ সেপ্টেম্বর গতকাল সোমবার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রাজু নগরীর পলাশপুর গুচ্ছ গ্রাম এলাকার ভাড়াটিয়া। এছাড়া আমিরগঞ্জ বাটনা এলাকার হারুন খানের ছেলে। রায় ঘোষণার সময় রাজু ট্রাইব্যুনালে উপস্থিত ছিল। সূত্র জানান, ২০১৬ সালের ১ জুন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জহিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে পলাশপুর গুচ্ছ গ্রামে রাজুর বাসার সামনে অভিযান চালিয়ে তাকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে মামলা দায়ের করেন। একই বছর ৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানজিল আহমেদ তদন্তে সত্যতা পেয়ে তার বিরুদ্ধে চার্জশীট জমা দেন। ট্রাইব্যুনাল ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন। রায় শেষে আসামীকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।