জাতীয়
বরিশালে তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ বরিশাল শাখা মানববন্ধনের আয়োজন করেন। সংগঠনের জেলা কমিটির সভাপতি কাজী আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বাকশিস সভাপতি অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল। আরও বক্তব্য রাখেন বাকশিস নেতা অধ্যাপক আমিনুল ইসলাম খোকন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি জিয়া শাহিনসহ অনেকেই।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ছয় দফা দাবিগুলো হলো-১০ গ্রেডে বেতন প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান ও ম্যানেজিং কমিটিতে প্রতিনিধিত্ব।