গৌরনদী
গৌরনদীতে টিসিবির পিঁয়াজ বিক্রি শুরু
গৌরনদী প্রতিনিধি ॥ বাজারে পিঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে টিসিবির পিঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে। গতকাল বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পিঁয়াজ বিক্রির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ইউপি সদস্য বাবুল রায়, চাঁনমনি দেওয়ান, জাফর মৃধা, মিন্টু শিকদার, শাহাদাত হাওলাদার, মিজানুর রহমান ও নুর আলম সরদার, ডিলার রতন হাওলাদার প্রমূখ। একই দিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যের যতœ বিষয়ক সভা ও ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জের মাহিলাড়া ইউপিতে যোগদানের এক বৎসর পূর্তি পালন করা হয়।