জাতীয়
বাকৃবিতে ছয় মাসেও শুরু হয়নি অনলাইন ক্লাস
রিপোর্ট দেশ জনপদ॥করোনার সংক্রমণে থমকে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা কার্যক্রম। দেশের বেশিরভাগ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে শিক্ষাকার্যক্রম চালু হলেও এক্ষেত্রে তেমন অগ্রগতি নেই বাকৃবির। একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থবির হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রমশ বাড়ছে সেশনজটের আশঙ্কা। করোনা সংক্রমণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে থেমে যায় শিক্ষাকার্যক্রম। পরবর্তীতে বিভিন্ন স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাকার্যক্রম সচল করতে অনলাইনে পাঠদান কর্মসূচি শুরু করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে সচল রয়েছে শিক্ষাকার্যক্রম। এদিকে বাকৃবির স্নাতক লেভেলে সব শিক্ষাকার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুবুল আলম শাকিব বলেন, প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। বন্ধের প্রায় ছয়মাস অতিবাহিত হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। এতে আমরা অন্যদের থেকে অনেক পিছিয়ে যাচ্ছি যা আমাদের জন্য কখনই শুভকর নয়। যাবতীয় সমস্যাগুলো সমাধান করে অতিদ্রুত অনলাইন ক্লাস শুরু না করলে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখে পড়ব। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হোসেন বলেন, করোনাকালে স্নাতক লেভেলে অনলাইন ক্লাস শুরুর যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বাকৃবির সম্মানিত ভিসি, ছাত্র বিষয়ক উপদেষ্টা ছাড়াও প্রশাসনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতির কয়েক দফা অনলাইন মিটিং সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির বলেন, স্নাতক লেভেলের অনলাইন ক্লাস চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে।