বরিশাল
বরিশালে বজ্রপাতে স্কুলের ১০ শিক্ষার্থী অসুস্থ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বজ্রপাতে দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক। তিনি বলেন, আহতদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিভাবকদের খবর দেওয়া হলে তারা শিক্ষার্থীদের বাসায় নিয়ে যায়। এছাড়া গুরুতর অসুস্থ মো. রবিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। রবিন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে দড়িরচর খাজুরিয়া গ্রামের মো. এরশাদের ছেলে।
সহকারী প্রধান শিক্ষক আর বলেন, সকালে স্কুল শুরুর পর থেকে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে দুপুর ১২ টার দিকে বিদ্যালয়ের আশে-পাশে কোথাও বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকানি হওয়ার পরপরেই ৮ জন শিক্ষার্থী খিচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এছাড়াও দুই শিক্ষার্থীর হাত পুড়ে যাওয়ার মতো চিহ্ন দেখা গেছে। এছাড়া শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা স্বাভাবিক হয়েছে কিন্তু রবিন সুস্থ না হওয়ায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার আব্দুল্লাহ আল মারুফ বলেন, বিকট শব্দে ভয় পেয়ে শিক্ষার্থীদের খিচুনি হয়। এর মধ্যে রবিনের ভয় ও আতংক না কাটায় তার খিচুনি বেশি হয়। তবে তাকে চিকিৎসা দেওয়ার পর সে কিছুটা সুস্থ রয়েছে।
প্রধান শিক্ষক দ্বিপক কুমার রায় জানান, দুপুর ১২টার দিকে ক্লাস চলাকালে বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বজ্রপাতে বিদ্যালয়ের টিনশেড ভবনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ১০ জন আহত হয়। অন্য সবাই কমবেশি ভয় পেয়ে আতংকিত হয়ে পড়েছিলো।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থীদের কারও অবস্থা গুরুতর নয়।