বরিশাল
ববি শিক্ষার্থীদের ওপর হামলা
বরিশাল নদী বন্দরের ৩ শুল্ক প্রহরীকে বরখাস্ত, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন শুল্ক প্রহরীকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে আরেক শুল্ক প্রহরী মাইনুল ইসলাম শিক্ষার্থীদের সামনে কান ধরে ক্ষমা প্রার্থনা করায় তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়নি।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচাক মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শুল্ক প্রহরী মো. মিজানুর রহমান, মো. কামাল হোসেন ও মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। তবে ঘটনার দিন আরেক শুল্ক প্রহরী মাইনুল ইসলাম শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করায় এবং শিক্ষার্থীরা তাকে ক্ষমা করে দেওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, সাময়িক বরখাস্ত হওয়া তিনজন শিক্ষার্থীদের ওপর হামলার পর ঘটনাস্থলে ডাকলেও আসেননি। কিন্তু মাইনুল ইসলাম ঘটনাস্থলে এসে ক্ষমা চেয়েছেন। এই বিষয়টি বিবেচনা করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রোববার (২৭ মার্চ) রাতে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় থেকে তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নদীবন্দরে প্রবেশ করা নিয়ে বাগবিতণ্ডা ও মারধরের ঘটনার প্রাথমিক তদন্তে তিন শুল্ক প্রহরীর জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে মামলা করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে ওই তিন শুল্ক প্রহরীকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ মার্চ) রাতে বরিশাল নদী বন্দরে প্রবেশ টিকিট সংগ্রহ নিয়ে বাগবিতণ্ডার জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনজন ও সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে বিআইডব্লিউটিএর শুল্ক প্রহরীরা। এর প্রতিবাদে নদী বন্দর অবরুদ্ধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন।