পটুয়াখালী
পটুয়াখালীতে পুলিশ কনস্টেবল নিয়োগ দুর্নীতি রোধে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ কনস্টেবল নিয়োগ দুর্নীতি রোধে পটুয়াখালী পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার দুপুরে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ তার কার্যালয়ে এর আয়োজন করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান (অপরাধ ও প্রশাসন) অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আহমেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার মেরাজ এবং সব থানার ওসিরা অংশ নেন।
আরও অংশ নেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদসহ একাধিক মিডিয়াকর্মী।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বিগত দিনে পুলিশ নিয়োগের ক্ষেত্রে একটি দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। তারা বিভিন্ন কৌশলে প্রার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।
ফলে একাধিক প্রার্থীর পরিবার এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারায়, যা নিয়ে বিতর্কের দেখা দেয়। এবারে কনস্টেবল নিয়োগে কোনো তদবিরে নয়, শতভাগ যোগ্যতায় চাকরির সুযোগ করে দিয়েছেন বর্তমান পুলিশের আইজিপি ড. বেনজীর আহমদ।
বিগত দিনের বিতর্ক মাথায় রেখে ডিজিটালাইজ ও অত্যাধুনিক পদ্ধতিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। চাইলেও কেউ তদবির করে পুলিশে আসতে পারবে না।
প্রার্থীদের শতভাগ শারীরিক ও মানসিক দক্ষতায় স্পষ্ট হতে হবে। তা না হলে পুলিশি সেবার মান নিয়েও প্রশ্ন ওঠে। শিগগিরই পুলিশ নিয়োগের নির্দেশনা আসবে। তাই প্রার্থীকে প্রস্তুত ও দালাল চক্রকে সতর্ক করে দেওয়া হলো।