বরিশাল
বরিশাল নগরীতে গভীর রাতে সুবিধা বঞ্চিত শীতার্তদের পাশে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর বালুর মাঠ, ভাটার খাল রুপাতলী বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল এবং মাস্ক বিতরণ করলেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
রবিবার (২৭) ডিসেম্বর রাত এগারোটার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে অফিসার্স ক্লাব বরিশাল এর প্রাঙ্গণে ৫ শতজন শীতার্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
এসময় জেলা প্রশাসক বালুর মাঠ, ভাটার খাল এবং রুপাতলী বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল এবং মাস্ক বিতরণ করেন পাশাপাশি চলতি গাড়ি থেকে নেমে পথের পাশে ঘুমিয়ে থাকা শীতার্তদের গায়ে নিজ হাতে শীতবস্ত্র কম্বল জরিয়ে দেন জেলা প্রশাসক।