তালতলী
৬ দিনেও চাল পায়নি আমতলীর জেলেরা
নিজস্ব প্রতিবেদক ॥ ছয়দিনেও আমতলী উপজেলার ছয় হাজার ৭৮৯ জেলে বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল পায়নি বলে অভিযোগ উঠেছে। চাল না পেয়ে কষ্টে জীবন পার করছে তারা ও তাদের পরিবার।
অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী অফিসার না থাকায় চালের বরাদ্দ ছাড় করতে পারছেন না জনপ্রতিনিধিরা। ফলে ছয় দিন চলে গেলেও জেলেদের মাঝে চাল বিতরণ সম্ভব হয়নি।
জানা গেছে, মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ শিকার, পরিবহন ও বিপণন বন্ধ করেছে সরকার। জেলেদের নিরাপদ জীবনযাপনে ওই ২২ দিনের জন্য ২৫ কেজি করে বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে।
কিন্তু ইলিশ শিকার বন্ধের ছয় দিন পেরিয়ে গেলেও বুধবার পর্যন্ত আমতলী উপজেলার ৬ হাজার ৭৮৯ জেলে চাল পায়নি। চাল না পেয়ে তারা পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছে।
জেলে শহীদ বিশ্বাস বলেন, অবরোধের কারণে ছয়দিন ধরে নদীতে নামতে পারছি না। ঘরে খাবার নেই। পরিবার নিয়ে বেশ কষ্টে আছি। দ্রুত চাল দেয়ার দাবি জানাচ্ছি।
জেলে হাবিব ফকির বলেন, ‘মোগো কষ্ট দ্যাহার কেউ নাই। হারা বচ্চর গাঙ্গে মাছ আলহে না। এ্যাহন দিছে অবরোধ। ঘরে চাউল নাই। গুরাগারা লইয়্যা কষ্ট হরি। সরহার চাউল দেছে। হ্যা ছয়দিনেও পাই নাই। হহালে চাউল দেয়ার দাবি হরি।’
কুকুয়া ইউপি চেয়ারম্যান মো: বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, ‘জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণের অনুপতি পাইনি।’
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ‘সরকার চাল বরাদ্দ দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আসলেই চাল বিতরণ কার্যক্রম শুরু করবো।’
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জামাল হোসাইন বলেন, ‘চালের ডিউতে ইউএনও স্যার স্বাক্ষর না করায় চাল বিতরণ করতে পারছি না। স্বাক্ষর করলেই চাল বিতরণের কার্যক্রম শুরু করবো।’
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এসএম সাদিক তানভির বলেন, খবর নিয়ে খুব শিগগির জেলেদের মাঝে চাল বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।