বরিশাল
বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে
৬৮জন দুস্থ মানুষের মাঝে সাড়ে ৪ লাখ টাকা চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে ৬৮জন কর্মহীন দুস্থ মানুষের মাঝে সাড়ে ৪ লাখ টাকা চেক বিতরণ করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আজ বৃহস্পতিবার ৭ মে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে সমাজসেবা অধিদফতর বরিশাল এর সহযোগিতায় ৬৮জন কর্মহীন দুস্থ মানুষের মাঝে সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।