বরিশাল
১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
ইস্টার সানডে, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আগামী ৩১মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এই ছুটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিহিত করা যাচ্ছে যে, ইস্টার সানডে, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিল ছুটি থাকবে এবং ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তাসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।