পটুয়াখালী
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক ॥ ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে, ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পটুয়াখালীতে প্রদীপ জ্বালিয়ে ও এক মিনিট সর্তক সাইলেন্ট বাজিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১২৫বছর স্মৃতি মঞ্চে পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও পটুয়াখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুস সালাম আরিফ। এসময় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, হেল্পিং হ্যান্ডসের প্রতিনিধি মনজুর এলাহী রিফাতসহ সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় একাত্তরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ৫০তম বার্ষিকীতে প্রদীপ জ্বালিয়ে ১৯৭০-২০২০ ও ৫০ অংক করা হয়। এদিকে ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।