বরিশাল
১৬শ পিস ইয়াবাসহ আটক সুমন, পলাতক রয়েছেন চহঠা রাসেল
বরিশাল ব্যুরো।।
বরিশাল নগরীতে ১৬শ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় পলাতক আসামি রয়েছেন একজন।
আটককৃত হলেন, নগরীর ৩০নং ওয়ার্ডের চহঠা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সুমন ইসলাম(৪১)।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর আরাফাত হাসান জানান, গত শনিবার(২৯জুলাই) বিকেলবেলা গোপন সংবাদের ভিত্তিতে গির্জা মহল্লা মনি জুয়েলার্সের সামনে থেকে সুমন নামের একজনকে সন্দেহ ভাজন তল্লাশি করলে তার কাছ থেকে দুইশো পিস ইয়াবা উদ্ধার হয়।
এসময় তার দেয়া তথ্য মতে চহঠা এলাকার মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩৮) এর ঘরে তল্লাশি চালিয়ে এক হাজার চারশত পিস (১৪০০) ইয়াবা উদ্ধার করা হয়। তবে ইয়াবা উদ্ধার হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন মাদক কারবারি রাসেল হাওলাদার ওরফে চহঠা রাসেল।
আটককৃত সুমন ইসলাম বলেন, তার কাছ থেকে যে দুইশো পিস ইয়াবা উদ্ধার হয়েছে এবং রাসেলের বাসা থেকে ১৪শ পিস ইয়াবা সবকিছুই রাসেল হাওলাদারের।
দীর্ঘদিন যাবত চহঠা রাসেল মাদক বাণিজ্য চালিয়ে আসছেন। রাসেল বেশ কয়েকবার আটক হলেও জামিনে বের হয়ে আবারও শুরু করে তার মাদক বাণিজ্য।
আটককৃত সুমন ও পলাতক রাসেলের বিরুদ্ধে বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর(এসআই) আরাফাত হাসান।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, একহাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় একজনকে আটক করেছি এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।