বরিশাল
১৫ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, আগামী ১১ থেকে ২৫ জুন একাডেমিক ও ১২ থেকে ২৩ জুন পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে। ঈদুল আজহার ছুটির পর একাডেমিক ও অফিস কার্যক্রম সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।