গৌরনদী
১১ বছরের শিশুকে ‘ধর্ষণ’
নিজস্ব প্রতিবেদক॥ গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ বরিশালের গৌরনদী উপজেলায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। উপজেলার বেজগাতিতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বুধবার দুপুরে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মারুফ হোসেন জানান, বর্তমানে শিশুটি হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি আছে। চিকিৎসক জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় শিশু মারাত্মক জখম হয়েছে। এ কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
ওই শিশুর নানি জানান, তার মেয়ে ও জামাতা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। নাতনিকে তার কাছে রেখে গেছেন তারা। মঙ্গলবার দুপুরে ঘরের পেছনের নলকূপের পানিতে গোসল করতে যায় তার নাতনি। এ সময় প্রতিবেশী হাফিজউদ্দিন (সম্পর্কে শিশুর মামাতো ভাই) তাকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানাতে তাকে হত্যাসহ নানা ভয়-ভীতি দেখানো হয়।
কিন্তু বাড়িতে ফেরার পরও তার রক্তক্ষরণ বন্ধ হয়নি। তখন তার নাতনি পুরো ঘটনা তাকে জানায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’