জাতীয়
১০০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ২
রির্পোট দেশ জনপদ ॥ মেহেরপুরের গাংনীতে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ পুলিশ (ডিবি)।
বিকেলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হিন্দা দেলপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাদ্রাসা পাড়ার মন্টু মিয়া ও মিলন আলী।
ওসি জুলফিকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ১০০ বোতল ফেনসিডিল ও চোরাকারবারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, মন্টু মিয়ার নামে মাদকের আরও চারটি মামলা রয়েছে। আটক দুই জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।