জাতীয়
হেলপারের ধাক্কায় পড়ে যাওয়া যাত্রীর পা পিষে দিল বাস
রিপোর্ট দেশ জনপদ ॥ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় শরিফুল ইসলাম (২৮) নামে ওই যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮ নম্বর বাস (গাবতলী লিংক) থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহত শরিফুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানায়। তিনি শ্যামলীতে একটি হাসপাতালে চাকরি করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা মেট্রো ব-১৪২১৮৫ নম্বরের বাসটির গেটে হেলপারের সঙ্গে ওই যাত্রীর বাকবিতণ্ডার এক পর্যায়ে চলন্ত বাসের দরজা থেকে ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। পড়ে যাওয়ার পর তার পায়ের ওপর দিয়ে বাসের পেছনের চাকা উঠে যায়।