বরিশাল
হিজলায় মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষনের অভিযোগ
বরিশালের হিজলা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গভীর রাতে গনধর্ষনের অভিযোগ উঠেছে। জানাযায় গত এক মাস যাবৎ মানসিক ভারসাম্যহীন অচেনা এক নারী উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করে আসছে।তার পরিচয় স্থানীয় কেউ বলতে পারছেন না।ঐ নারীর বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মেমানিয়া স্কুলের রাস্তার পাশ মানসিক ভারসাম্যহীন ঐ নারী দাড়িয়ে থাকে।তখন আটো ভ্যান চালক বিল্লাল ও ডাঃ সাজাহানের ছেলে মহিবুল্লাহ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে নেওয়ার কথা বলে ভ্যান গাড়ীতে তুলে।
মধ্যপথে নিয়ে একটি ফাকা রাস্তায় দুইজনে মিলে ধর্ষন করে। এ ঘটনাটি স্থানীয় এলাকার মালেক বেপারীর ছেলে আক্তার ও বাক্কু বেপারীর ছেলে তুহিন সহ কয়েকজনে টের পায়।তখন তারা বিল্লালের ভ্যান তাদের জিম্মায় রেখে দুইজনকে মারপিট করে ৩০ হাজার টাকা দাবি করে।ঘটনার এক দিন পরে রফাদফার পরে ভ্যান গাড়ী ফেরত দেয় চালককে। এ ঘটনার বিষয় জানতে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর কে ফোন দিলে তিনি রিসিভ করেনি।