বরিশাল
হিজলায় দেশরত্ন শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলায় দেশরত্ন শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর ৫ম তলা একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।
গতকাল শনিবার দুপুর ১ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের গোলেরহাট নামক স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে, উপজেলা আওয়ামীলীগের সিনিয়রসহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সহ সভাপতি দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পংকজ নাথ এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও গয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলতাফ হোসেন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাজমা বেগম, যুবলীগ আহবায়ক কাজী লিয়াকত হোসেন, কৃষকলীগ আহবায়ক মুন্সী মোঃ ইসহাক, ছাত্রলীগ সভাপতি সোলাইমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।