সারাদেশ
হাসপাতালে লিফট দুর্ঘটনায় মেরামত কর্মীর মৃত্যু
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মেরামতের সময় লিফট দুর্ঘটনায় মোহাম্মদ শিপন (৪৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন ইমাম ইঞ্জিনিয়ার লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। তবে তার বাড়ির ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট মেরামতের কাজ করছিলেন কয়েকজন কর্মী। বেলা ১১টার দিকে লিফটের ষষ্ঠ তলায় কাজ করার সময় অসাবধানতাবসত নিচ থেকে কেউ ডাউন বাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। এতে তিনি কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সোহাগ হাসান জানান, নিহত মাথায় ও শরীরের গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমি তাকে মৃত অবস্থায় পাই।