বরিশাল
হতদরিদ্র বাবুলের কান্না কি সমাজ নিয়ন্ত্রকদের কানে পৌঁছাবে?
এস এন পলাশ।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র বাবুল হাওলাদার, বর্গা ভিত্তিতে অন্যের কেনা একটা বাছুর গরু গত ২/৩ বছর ধরে লালন-পালন করে আসছে।
এবারের কোরবানির হাটে গত রবিবার সর্বশেষ ৬৫,০০০ টাকা পর্যন্ত দাম উঠে। আরো কিছু বেশী দামের আশায় গরুটি ফেরত নিয়ে গোয়ালে বেধে রাখেন তিনি। পরদিন সোমাবার সকাল থেকে গরুটিকে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে এলাকাবাসী খালে ভাসমান গরুর ভূড়ি ও মিয়ারহাট নদীর পাড়ে জবাই করার আলামত তাজা রক্ত ও চামড়া দেখতে পায়। এলাকাবাসীর ধারনা নেশাগ্রস্ত কিছু দুস্কৃতিকারীর দল এমন নির্মম কাজ করে থাকতে পারে।
দাঁড়িয়ালের আইনশৃংখলার অবনতির সঠিক চিত্র এটি, নির্মমতার জলন্ত উদাহরণ। ঘটনার পরে দায়সারা ভাবে সরসী তদন্ত কেন্দ্রের দুজন পুলিশ এসে শুধুমাত্র আস্থার বাণী শোনায়।
এমন একজন হতদরিদ্রের প্রতি এমন অত্যাচারের বিচার কে করবে? সেটাই এখন প্রশ্ন। বাবুল হাওলাদার জানেননা মামলা কিভাবে করবে বা কার নামেই বা করবে?। হতদরিদ্র বাবুলের শেষ সম্বল গরুটি হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন তিনি।
ভুক্তভোগী বাবুল আশাবাদী প্রশাসনের জোরালো ভূমিকায় দু:স্কৃতিকারীরা আইনের আয়তায় আসবে এবং সে তার খতিপুরন পাবে।