পটুয়াখালী
সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর ৪ যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দ ইউনিয়নের ফ্লাইওভারের কাছে সড়ক দুর্ঘনায় নিহত ৫ ব্যক্তির মধ্যে ৪ জনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য নওমালা গ্রামে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহতরা হলেন– বাউফল উপজেলার নওমালা ইউপির মধ্য নওমালা গ্রামের ফোরকান মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম (২৫), মোকলেছ আকনের ছেলে রিয়াজ আকন (২৩),খালেক হাওলাদারের ছেলে সোবাহান হাওলাদার(২২) ও চাঁনমিয়া মৃধার ছেলে বাবুল মৃধা (২৪)। এরা প্রত্যেকই ঢাকার ধোলাইখাল এলাকার মেশিনারি ট্রান্সপোর্টের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, ঢাকা থেকে একটি ট্রাকে করে প্রেস মেশিন নিয়ে উত্তরবঙ্গে বগুড়া যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক নজরুল, রিয়াজ, সোবাহান ও বাবুল মৃধা। এ সময়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের ফ্লাইওভারের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা। লাশ উদ্ধার করার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তাঁরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাদা হাওলাদার।’