বরিশাল
স্বেচ্ছায় রক্ত দিলেন বরিশাল র্যাবের অধিনায়ক ডিআইজি আতিকাসহ ৩২ সদস্য
নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দিলেন বরিশাল র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮) এর অধিনায়ক ডিআইজি আতিকা ইসলামসহ ৩২ জন সদস্য।
মঙ্গলবার (৫ জানুয়ারি) র্যাব-৮ এর সদর দফতরে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি আতিকা ইসলাম। উদ্বোধনের পর প্রথমে তিনি রক্ত দেন। এরপর একে একে র্যাব-৮ এর ৩২ জন সদস্য রক্তদান করেন।
এ সময় বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার ইউনিট অফিসার মো. হান্নানসহ র্যাব-৮ এর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ডিআইজি আতিকা ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ (১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির আওতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রক্ত দিলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। অথচ বেঁচে যেতে পারে অন্য কারও জীবন।
তিনি আরও বলেন, নিয়মিত রক্ত দিলে শরীরে নতুন রক্তকণিকা জন্মে এবং শরীর ভালো থাকে। স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে মানুষকে সচেতন ও আরও অনুপ্রাণিত করার জন্য স্বেচ্ছায় এ রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রতিটি সুস্থ মানুষকে জীবনে অন্তত একবার হলেও রক্তদানের অনুরোধ জানান তিনি।