পিরোজপুর
স্বরূপকাঠিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সম্রাট আটক
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলার ভরছাকাঠির গ্রামের ৫০ পিস ইয়াবাসহ সম্রাট নামে (২৭)বছরের ” এক যুবককে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। গ্রেফতারকৃত সম্রাট সোহাগদলের ৪নং ওয়ার্ডের মো. হারুন তালুকদারের ছেলে।
গোপন” সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নেছারাবাদ থানার এস আই আল মামুনের নেতৃত্বে ও এএসআই শরিফুল ইসলাম , এ এসআই নাঈম , এ এস আই ফাহাদ, সহ একদল পুলিশ উপজেলার সোহাগদল ইউনিয়নের ভরছাকাঠি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সম্রাট কে আটক করে ।
এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আসামীকে সোমবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের শেষে সোমবার আসামিকে পিরোজপুর কোর্টে পাঠানো হবে।