পিরোজপুর
স্বরূপকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। স্বরূপকাঠিতে পুকুরে ডুবে খাদিজা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিহারী গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। খাদিজা ঐ গ্রামের মো. মুনিরুল ইসলামের মেয়ে।
নিহত খাদিজার আপন চাচা মো. সিরাজুল ইসলাম জানান ওইদিন সকালে খাদিজা সকলের অগোচরে বাড়ির সামনের পুকুরে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের চিকিৎসক ডা. হালিমা প্রধান দোলা জানান হাসপাতালে আনার পুর্বে তার মৃত্যু হয়।