পিরোজপুর
স্বরূপকাঠিতে গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনা: শশুরসহ গ্রেফতার -২
নিজস্ব প্রতিবেদক ॥ স্বরূপকাঠির আতা গ্রামে গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে শশুরসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার নিহত গৃহবধু অর্পিতা মজুমদারের পিতা লিটন মজুমদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ নামীয় আসামী অর্পিতার শশুর অবসরপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্রনাথ রায় ও চাচা শশুর অনুপ রায়কে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অর্পিতার স্বামী সবুজ ও অন্য আসামী অত্মগোপন করেছে।
তথ্য সুত্রে জানাযায় ২৪ ফেব্রুয়ারী আতা গ্রামের শৈলেন রায়ের ছেলে শৈশব রায় ওরফে সবুজ রায়ের সাথে ঝালকাঠি সদর উপজেলার বেতলোজ গ্রামের লিটন মজুমদার মেয়ে অর্পিতা মজুমদার (১৭) এর বিয়ে হয়। সবুজ রায় নিজের ইচ্ছায় বিয়ে করায় বাবা মা পুত্র বধুকে সহ্য করতে পারতেন না।
সে কারনে শশুর.শাশুরী অর্পিতাকে প্রতিদিন নানা অজুহাতে মারধর করত। এমনকি তাকে নিয়মিত খাবার না দিয়ে এক ঘরে তালা দিয়ে আটকে রাখত। শশুর শাশুরী প্রায় প্রতিদিনই অর্পিতাকে মারধর করত বলে বাড়ীর লোকজন সাংবাদিকদের জানিয়েছে। পরিবারের সকলে মিলেই অর্পিতাকে নির্যাতন করত বলে জানাগেছে।
ঘটনার দিন (বৃহস্পতিবার) সকালে অর্পিতানে পরিবারে সকলে মিলে মার ধর করে। এক পর্যায়ে অর্পিতা বিষ পান করেছে বলে স্বামী ও শশুর এলাকার লোকজনকে জানায়।
এরপর তাকে মোটরসাইকেলে তুলে বরিশাল শেবাচিমে নিয়ে যেতে দেখেছে এলাকার লোকজন। ঘটনার পর থেকে সবুজ আত্মগোপনে রয়েছে। সবুজ বাংলাদেশ উন্নয়ন ভাবনা নামে একটি এনজির আড়ালে ঋনদান কার্যক্রম পরিচালনা করে।